মূল পাতা আন্তর্জাতিক নাইজেরিয়ায় নামাজরত মুসল্লিদের উপর হামলা; নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক 20 August, 2025 02:34 PM
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের এক মসজিদে ফজরের নামাজ চলা অবস্থায় মসজিদে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির কাটসিনা রাজ্যে নামাজরত মুসল্লিদের উপর হামলার এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে মঙ্গলবার ভোর ৪টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসলিমদের উপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে। স্থানীয় পশুপালক ও কৃষকরা জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের ঘটনার পর আরও হামলা রোধে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।